জীবনকে সহজ করতে যে ১১ টি অনলাইন টুলস আপনার প্রয়োজনে আসতে পারে

অনলাইনে ঘোরাঘরি করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। কেউ ঘুরে বেড়ান নিছক কারনে কেউবা আবার নতুন নতুন জ্ঞানের সন্ধানে। আসুন আজ জেনে নেই কিছু অনলাইন টুলস এর নাম যেগুলো দিয়ে আপনি আপনার অনলাইন যাত্রা কে আরো বেগবান করতে পারবেন।

১) How Long to Read This: এই সাইট থেকে আপনি জেনেনিতে পাড়বেন আপনার প্রিয় বইটি পড়তে কত সময় লাগতে পারে। http://howlongtoreadthis.com/

২) Scribble Maps:- খুব সহজেই আকুন আপনার প্রিয় ম্যাপ আর আপনার পরিচিতদের সাথে তা শেয়ার করুন। http://scribblemaps.com

৩) Online Clock:- আপনি চাইলে এই সাইট থেকে পেতে পারেন (স্টপ ওয়াচ, কাউন্ট ডাউন টাইমার, অনলাইন ক্লক ও আরো অনেক ফিচার। http://onlineclock.net/

৪) Popcorn Time:- এই সাইটের সাহায্যে আপনি টরেন্ট থেকে সরাসরি টিভি শো ও মুভি দেখতে পাবেন।https://popcorntime.io/

৫) Canned Emails:- আপনি যদি কাউকে প্রফেশনাল ইমেইল পাঠাতে চান তাহলে এখানে দেখবেন টপিকের উপর ভিত্তি করে বহু ইমেইল ফরমেট দেওয়া আছে। যা আপনাকে প্রফেশনাল ইমেইল লিখতে সাহায্য করবে। http://www.cannedemails.com/

৬) Router Passwords:- আপনি যদি রাউটারের ডিফল্ট পাসওয়ার্ড গুল খুঁজেন তাহলে তা এই সাইটেই সহজে পেয়েযাবেন। http://routerpasswords.com

৭) Forekast:- কোন তারিখে কোন ইভেনটি হতে যাচ্ছে তা আপনি সহজেই জেনে নিতে পারেন এই সাইট থেকে। https://forekast.com

৮) Wordmark:- এই সাইটটির সাহায্যে জানতে পাবেন কোন ওয়ার্ডটি আপনার (পি,সি/ ল্যাপটপে) সংরক্ষিত বিভিন্ন ফন্টে কেমন দেখায়।  http://wordmark.it

৯) Appear:- সর্বচ্চ আটজন ব্যক্তির সাথে বিনা মূল্যে কথা বলতে পাবেন এই টুলস এর সাহায্যে।

https://appear.in/

১০) Song Kick:- আপনি চাইলে ট্যাঁক করে রাখতে পারেন আপনার প্রিয় আর্টিস্ট অথবা ব্যান্ড দল গুলকে এবং আপকামিং কোন কনসার্ট হলে তা সবার আগে জেনেনিতে পারেন এই সাইটের সাহায্যে। http://www.songkick.com/

১১) Credit Karma:- আপনি চাইলে আপনার ক্রেডিট স্কোর ফ্রিতে চেক করতে পারেন এই সাইট থেকে।https://www.creditkarma.com/

Comments

Popular posts from this blog

Bypass Nokia all 2, 3,5,6,8 Google Account Android 7.1, Android 7.0, Latest Solution

Frp file and Tools All

Bypass FRP Applications and Files by sznomany (Download FRP Tools Free)