৫ টি বাজেট ল্যাপটপ যা আপনি কিনতে পারেন এই ২০১৭ সালে!!

সেরা ডেস্কটপ রিপ্লেসমেন্টঃ Asus X555 DA AS11


আপনি যদি গেমার না হন, অথবা এমন কেউ না হন যার ডেস্কটপ এর মত অত শক্তিশালী কিছু লাগে না, তবে এখনই ডেস্কটপ পিসি ব্যবহার বন্ধ করতে পারেন। আপনি আপনার ডেস্কটপ এর পরিবর্তে এই নোটবুকটি ক্রয় করতে পারেন। এটি একটি শক্তি সাশ্রয়ী দারুণ কর্মক্ষম ল্যাপটপ, যা আপনাকে এভারেজ ব্যবহার এর জন্য যা যা লাগে সব দিবে।

Asus X555 DA AS11 এটি এন্টি গ্লেয়ার ফিনিসের সাথে ১৫.৬ ইঞ্চি ডিসপ্লে এর একটি এইচডি ডিসপ্লে সহ স্টানিং একটি ল্যাপটপ। আপনার কানেক্টিভিটি এর জন্য যত পোর্ট লাগে এখানে প্রায় তার সবই পাবেন। তবে একটা জিনিস মিসিং সেটি হল ইথারনেট পোর্ট তবে এর পরিবর্তে এতে ওয়াইফাই ক্যাপাবিলিটি দেয়া হয়েছে। এতে একটি ডিভিডি ড্রাইভ এবং রাইটারও বিদ্যমান। সবদিক দিয়ে শিক্ষার্থীদের জন্য এই নোটবুকটি দারুণ।

Asus X555 DA AS11 ল্যাপটপ টিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে AMD-A10 প্রসেসর আর রেম হিসেবে ৮ জিবি রেম থাকছে। এর একটি ভার্সন ২৫৬ জিবি এসএসডি হার্ডডিস্ক এর সাথে ও আরেকটি ১ টেরাবাইট হার্ডডিস্ক সংস্করণে তৈরী। এর দাম ৫৫৯$ ডলার

আরেকটু বেশি বিনিয়োগ করুনঃ Acer Aspire E15 E5-E75G-57D4


আপনি আরও একটু ৮০$ বেশি বিনিয়োগ করে Acer Aspire E15 E5-E75G-57D4 কিনতে পারেন। এটা আগেরটার চেয়ে খুবই ভালো ল্যাপটপ দাম কেবল ৪০$ বেশী। এখানে আপনি পাবেন ৭ম জেনারেশন এর কোর আই-৭ প্রসেসর। আর গ্রাফিক্স প্রোসেসিং ইউনিট হিসেবে থাকছে Nvidia Geforce 940MX গ্রাফিক্স কার্ড। এটার ব্যাটারি লাইফ তুলনা মূলক দীর্ঘ স্থায়ী। তো Asus X555 DA AS11 থেকে ৪০$ ডলার বেশি দিয়ে Acer Aspire E15 E5-E75G-57D4 কেনা আমার মতে ভালো হবে। এর দাম এখন ৬০০$।

সেরা ব্যাটারি এবং পাতলা ওজনঃ Lenovo Thinkpad 13


ডাউন ব্যাটারির সমৃদ্ধ একটি ল্যাপটপ ইট ছাড়া আর কিছুই নয়। আপনার যদি দীর্ঘ ব্যাটারি লাইফ এবং পোর্টাবিলিটি এর প্রয়োজন হয় তবে Lenovo Thinkpad 13 এটা কিনতে পারেন। এর দাম অনেক আপ-ডাউন করছে এর দাম এখন ৫৫০$ তথা ৪৪০০০ টাকা। Lenovo Thinkpad 13 এর ডিউরেবিলিটি এবং শক্তপোক্ত বডি এর কারণে বেশি সমাদৃত। এটি দৈনন্দিন পরে যাওয়া, ঘষা মাজা এগুলো সহজেই সহ্য করে নিতে পারবে।

আর এটিতে আছে একটি ডেডিকেটেড Thinkpad Keyboard এবং Trackball একটি Trackpad এর সাথেও। ল্যাপটপম্যাগ ডট কম এর টেস্ট অনুযায়ী টানা ওয়েব ব্রাউজিং এ এটি ৯ ঘণ্টা ব্যাক আপ দিতে সক্ষম। যা তুলনামূলক ভাবে ভালো। লিনেভো চার্জিং এর জন্য এতে ইউ এস বি টাইপ - সি পোর্ট দিয়েছে এতে। কোম্পানিটির দাবী লিনোভো কে পরিত্যাগ করার যে সিকিউরিটি রেশন গুলো ছিল - লিনোভো তা সলভ করে নিয়েছে।

Asus Transformer Book T300 Chi


২০১৬ সালে এর দাম খানিক বেশী ছিল বটে, তবে এবছর তা একদম কমে এসেছে। এটা হতে পারে আপনার জন্য দারুণ একটি ডিল। এটি ২ ইন ১ কনভার্টেবল ল্যাপটপ। রয়েছে ইন্টেল কোর এম প্রসেসর, ৪ জিবি রেম, ১২৮ জিবি এসএসডি স্টোরেজ, ১২.৫ ইঞ্চি টাচ ডিসপ্লে যা একটি আইপিএস ডিসপ্লে। কানেক্টিভিটটি এর জন্য রয়েছে ইউ এস বি পোর্ট, ওয়াই ফাই, ব্লুটুথ সহ আরও অনেক কিছু।

Asus Transformer Book T300 Chi রেগুলার ল্যাপটপ টির মনিটর কীবোর্ড থেকে ডি-টাচ করলেই; এটি একটি ট্যাবলেট হিসেবে ব্যবহার করা যাবে। আর উইন্ডোজ ১০ টাচ ইউ আই এ ব্যবহার করার জন্য দারুণ। দুটি জিনিস আবার যোগ করলেই আপনি পাবেন প্রায় ৮ ঘণ্টা এর মত ব্যাকআপ।

Asus Chromebook Flip


নাম দেখেই বোঝা যাচ্ছে, এতে রয়েছে গুগল এর ক্রোম অপারেটিং সিস্টেম। এটা এর আগের ক্রোমবুক গুলোর থেকেও আরও উন্নত। যখন আপনি উইন্ডোজ কে বাদ অন্য কিছু ব্যবহার করতে চাচ্ছেন, নিঃসন্দেহে আসুস ক্রোমবুক ফ্লিপ নিয়ে নিতে পারেন। এটি অন্যসব ক্রোম বুক এর মত চিপ হার্ডওয়্যার এ তৈরি নয়।

এতে রয়েছে ইন্টেল কোর এম প্রসেসর, ৪ জিবি রেম, ৬৪ জিবি এস এস ডি স্টোরেজ আর হ্যাঁ রয়েছে ইউএসবি টাইপ - সি পোর্টও। সবমিলিয়ে এটি আপনার কাছে হয়ে উঠবে খুবই শক্তিশালী একটি মেশিন এর ক্রোম অপারেটিং সিস্টেম এর সহযোগে।

আর ক্রোমবুক কেনার আগে যে বিষয়টি মাথায় রাখবেন, তা হল ক্রোমবুক এর এন্ড্রয়েড সাপোর্ট। সম্প্রতি ক্রোমবুক গুলো সবগুলিই এন্ড্রয়েড অ্যাপ সাপোর্ট করে। যা এই ক্রোম বুক সবচেয়ে বেশী ইউজ ফুল তথা ব্যবহার যোগ্য করে তোলে। Asus Chromebook Flip C302A এটিও এন্ড্রয়েড সাপোর্ট করে এমনটি জানিয়েছে আসুস। যাই হোক ক্রোমবুক টিতে রয়েছে এক্সিলেন্ট টাচ স্ক্রীন এবং এটিতে পিছনের দিকে ফ্লিপও করা যায়।ক্রোমবুক এর ইন্টেল এর নতুন লাইন আপ এর প্রোসেসর এর দাম অনেকটা সাশ্রয়ী করে তুলেছে।

Comments

Popular posts from this blog

Bypass Nokia all 2, 3,5,6,8 Google Account Android 7.1, Android 7.0, Latest Solution

Frp file and Tools All

Bypass FRP Applications and Files by sznomany (Download FRP Tools Free)